নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী-২ সদর আসনের বিএনপি মনোনীত প্রার্থী মিজানুর রহমান মিনুর পোস্টার ও ফেস্টুন খুলে নিয়েছে নৌকার সমর্থকরা। বুধবার দুপুরে এ সংক্রান্ত একটি রাজশাহী রিটার্নিং কর্মকর্তা এসএম আব্দুল কাদেরের কাছে লিখিত অভিযোগ করেছে বিএনপি প্রার্থীর প্রধান নির্বাচনী এজেন্ট এ্যাড. ওয়ালীউল হক রানা। অভিযোগ বলা হয়, রাজশাহী মহানগরীর ২৪নং ওয়ার্ডের কাউন্সিলর আরমানের চেম্বারের সামনে পোষ্টার, ফেস্টুন, ব্যানাকেটে ফেলেছে নৌকা প্রতীকের সমর্থকরা। এ ছাড়া নগরীর সাহেব বাজার জিরো পয়েন্ট এলাকার (ওঋওঈ) ব্যাংকের সামনে থেকে আনুমানিক রাত ২.০০ ঘটিকায় নৌকা প্রতীকের সমর্থকরা, ধানের শীষ প্রতীকের ব্যানার খুলে সেখানে নৌকা প্রতীকের ব্যানার লাগিয়েছে। এটা নির্বাচন আচরণ বিধি লঙ্ঘন তাই এর বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে নির্বাচনী পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানানো হয়।
এদিকে, রাজশাহীর মোহনপুর থানার অধীন ধূরোইল ইউনিয়নের মহব্বতপুর ও মৌয়ের মোড়, পালসা বটতলা, রিফুজিপাড়া, পূর্বপাড়া ও খানপুর এলাকার গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে ধানের শীষের প্রার্থীর পোষ্টার, ফেস্টুন ছিড়ে বস্তা ভর্তি করে নিয়ে চলে যায় ধূরোইল ইউনিয়ন আওয়ামীলীগের সেক্রেটারী দোলেয়ার হোসেনের নেতৃত্বে তার বাহিনীর যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, আওয়ামী লীগ-এর নেতাকর্মীরা। দুষ্কৃতিকারীরা স্থান ত্যাগ করার সময় মৌয়ের মোড়ের হোটেল ব্যবসায়ী বিএনপি সমর্থক শফিকুল ইসলাম মানিককে ব্যাপক মারধর করে এবং ধানের শীষের প্রার্থীসহ সমর্থকদের ভয়-ভীতি প্রদান পূর্বক অকথ্য
ভাষায় গালি-গালাজ করে। উল্লেখ্য যে তারা নিজেরাও নৌকার পোষ্টার, ফেস্টুন ছিড়ে বিএনপি সমর্থকদের নামে মামলা করার, ব্যবস্থা গ্রহণ করার, বাড়ি ছাড়া করার ভয়-ভীতি প্রদর্শন করেছে। রাত ১১টার দিকে ধূরোইল ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মৌয়ের মোড়ের সাফি নামের ধানের শীষের সমর্থককে উপর্যপরি মারধর করে পুলিশে সোপর্দ করে নৌকা প্রতীকের সমর্থকরা। এ অভিযোগ জানিয়েছে বিএনপি প্রার্থী মিলনের প্রধান নির্বাচনী এজেন্ট শেখ মকবুল হোসেন। দ্রুত ব্যবস্থা নেওয়ারও দাবি জানানো হয়। নগর বিএনপি থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
খবর ২৪ ঘণ্টা/এমকে