নিজস্ব প্রতিবেদক :
ব্যুত্থান মার্শাল আর্ট এর দুই দিনব্যাপী ১২তম জাতীয় সহ প্রতিযোগিতার সমাপনী শনিবার বিকালে অনুষ্ঠিত হয়েছে রাজশাহী ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউশন প্রাঙ্গনে। প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি থেকে পুরস্কার বিতরণ করেন বরেন্দ্র রিসার্চ জাদুঘরের পরিচালক প্রফেসর ড. আব্দুল মজিদ। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবী শাহীন আক্তার রেনী, ইন্টারন্যাশনাল ব্যুত্থান ফেডারেশন ইউএসএ সেক্রেটারী জেনারেল ও বিশ্ব রেকর্ডধারী ডিসকভারী চ্যানেল খ্যাত সুপার হিউম্যান গ্র্যান্ডমাস্টার ড. ইউরী বজ্রমুনি। দৈনিক সোনালী সংবাদের সম্পাদক লিয়াকত আলী উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। দু’দিন ব্যাপী খেলা পরিচালনায় ছিলেন রাজশাহীর প্রধান প্রশিক্ষক একেএম কালাম লিটন, সাতক্ষীরা শাখার প্রধান প্রশিক্ষক কাজী রুহুল ইসলাম ঝুনু, সিনিয়র প্রশিক্ষক সোহেল মাহবুব, রাজশাহী কলেজ শাখার প্রধান প্রশিক্ষক আ. হামিদ, প্রশিক্ষক রাসেল, রাবি শাখার প্রশিক্ষক রবিউল ইসলাম, বুধপাড়া শাখার প্রধান প্রশিক্ষক হারুন অর রশীদ, ভদ্রা শাখার সলমন জুবায়েত গ্রীন, কোর্ট শাখার প্রশিক্ষক রাফিদ।
সমাপনী অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রচলিত প্রতিযোগিতার পদ্ধতির পরিবর্তে ব্যুত্থান কমব্যাট স্পোর্টস পৃথিবীতে সর্ব প্রথম, মহানুভবতা ও সহযোগিতামূলক আত্ম উন্নয়ন দর্শনের আলোকে যুগান্তকারি ‘সহ-প্রতিযোগিতা’ পদ্ধতির প্রচলন করেছে।বক্তরা আরো বলেন, ঐতিহাসিকভাবে ভারতীয় উপমহাদেশ হচ্ছে পদ্ধতিগত আত্মরক্ষার মূল কৌশল, তথা মার্শাল আর্টের উৎপত্তি স্থল এবং পরবর্তিতে এই শিল্প উৎকর্ষতা লাভ করে চীনের শাওলিন টেম্পলে। কয়েক হাজার বছরের মাঝে সিন্ধু সভ্যতার মার্শাল আর্টের প্রসারমান শিল্প কালক্রমে তার ঐতিহ্য হারিয়ে ফেলে। ব্যুত্থান মূলত একটি সংস্কৃত শব্দ যা এখন বাংলা ভাষাতে ব্যবহৃত হচ্ছে। এর অর্থ হচ্ছে ‘স্বতন্ত্রের সঙ্গে প্রতিরোধ’ অথবা ‘জাগ্রত হওয়া’ অথবা ‘উত্থান লাভ করা’। ব্যুত্থান বাংলাদেশের একটি কমব্যাট স্পোর্টস যা বর্তমানে পৃথিবীর
বহু দেশে অনুশীলন করা হচ্ছে। ব্যুত্থান মার্শাল আর্ট প্রাচীন ঐতিহ্যের ধারক, একটি বাস্তব সম্মত আত্মরক্ষামূলক পদ্ধতি এবং ব্যক্তিগত সাফল্য সহায়ক একটি আধুনিক ক্রীড়া। বস্তুত ব্যুত্থানকে দ্বন্দ্ব নিরসনকারি এবং জ্ঞান আলোক সঞ্চালনের মহান শিল্প হিসেবে অভিহিত করা হয়। এ বছর ১২তম জাতীয় ব্যুত্থান প্রতিযোগিতায় দেশের ৩০ জেলার শতাধিক প্রতিযোগি অংশগ্রহণ করে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে রাজশাহীর প্যারামাউন্ট স্কুলের ৩৫ জন প্রতিযোগির অংশগ্রহণ।
খবর ২৪ ঘন্টা/এমকে