নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীতে দুই হাজার ৩২৫ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান র্যাব-৫। র্যাবের হাতে আটক মাদক ব্যবসায়ীরা হলো, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার বাররশিয়া গ্রামের আব্দুল লতিফের ছেলে সোহেল রানা ওরফে ডালিম (২৮), একই গ্রামের রফিকুলের ছেলে সাদ্দাম হোসেন ওরফে সাদিকুল ইসলাম বাবু (২৪) ও দৌলতপুর গ্রামের মোস্তাক আলীর ছেলে সাগর আলী (২৪)। শনিবার নগরীর শাহমখদুম থানাধীন ইসলামী মেডিকেল হাসপাতালের মাইক্রো
পাকিং ক্যান্টিনের সামনে অভিযান চালিয়ে দুপুর পৌনে ৩টার দিকে তাদের আটক করা হয়। র্যাব জানায়, র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল কর্তৃক শনিবার দুপুর পৌনে ৩টার দিকে রাজশাহী মহানগরীর শাহখমদুম থানাধীন ইসলামী মেডিকেল হাসপাতালের উত্তর পাশ্বে মাইক্রো পার্কিং ক্যান্টিন এর সামনে অভিযান
চালিয়ে সাগর আলী, সাদ্দাম হোসেন @ সাদিকুল ইসলাম বাবু ও সোহেল রানা @ ডালিমকে দুই হাজার ৩২৫ পিস ইয়াবাসহ আটক করে। আসামীদের বিরুদ্ধে শাহমদুম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।
আর/এস