রাজশাহী মহানগরীতে দুই শিবির নেতাকে আটক করেছে ডিবি পুলিশ। পুলিশের হাতে আটককৃতরা হলেন, নগরীর মতিহার থানাধীন মেহেরচন্ডী পুর্বপাড়া এলাকার বাবর আলী মন্ডলের ছেলে ২৬ নং ওয়ার্ড শাখা শিবিরের
সেক্রেটারী মিলন (২৮) ও নাটোর জেলার বড়াইগ্রাম থানার গুরুমশীল এলাকার মোখলেছুরের ছেলে ও ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালের ছাত্র শিবিরের সভাপতি ও নগর শিবিরের শিক্ষা ও গবেষনা সম্পাদক রাশিদুল ইসলাম (২৪)।
রোববার বেলা ১১টার দিকে তাদের শাহমখদুম থানাধীন আমচত্বর এলাকা থেকে আটক করা হয়।
পুলিশ জানায়, ডিবি পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, নগরীর আমচত্বর এলাকায় দুই শিবির নেতা অবস্থান করছে। বিষয়টি জানার পরে ডিবি পুলিশ তাদের আটক করে। পরে তাদের নাশকতা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।