নিজস্ব প্রতিবেদক : ইসলামী ব্যাংক মেডিকেল কলেজের দুই চিকিৎসক সহ আরো ২৩ জন করোনা পজেটিভ হয়েছেন । দুই চিকিৎসক হলেন ইসলামী ব্যাংক মেডিকেল কলেজের অর্থোপেডিক বিশেষজ্ঞ ডাক্তার আব্দুর রশিদ ও একই মেডিকেল কলেজের মেডিসিন বিশেষজ্ঞ ডা. আব্দুল্লাহিল কাফি। আজ রোববার রামেক হাসপাতালের পিসি আর ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের করোনা পজিটিভ আসে।
করোনা ভাইরাস পজিটিভ হওয়া বাকি ২১ জন হলেন, শাহানাজ (৩২), রাসিকের ৯ নং ওয়ার্ডের বাসিন্দা রাজিয়া বেগম (৪৫), সুনির্মল (৩৬), জরিনা (৪৫), জিরিয়া (৪৯), রোকসানা (২৫), আব্দুস সালেম (৩৮), আনিসুর (৫০), ইসমত আরা (২৫), আব্দুল মুমিন (৩১), আবু শাহিন (৩৮) , কামরুজ্জামান (৪২), রাধা রহমান (২৯), আশরাফুল (৪২), মামুন রানা (২৫), মনিরুজ্জামান (৩৭), আকতার কাজল (৪৩), রাসিকের ৯ নং ওয়ার্ডের বাসিন্দা নারগিস (৪৭), রিমা (৩৭), রাসিকের ৮ নং ওয়ার্ডের আহসান মোনাম ও বাসি (৪৫)।
রামেক হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস বলেন, আজ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ৯৪ টি নমুনা পরীক্ষা করে ২৩ জনের করোনা পজেটিভ হয়। বিষয়টি তাদেরকে জানানো হয়েছে।
এমকে