নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মহানগরীতে দুই কর্মচারীর মারামারি থামাতে গিয়ে কর্মচারীর ধাক্কায় অলিম্পিয়া কোম্পানীর কর্মকর্তা কৌশিক প্রমাণিক মিঠু (৫৫) এর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে নগরের মতিহার থানার ধরমপুর এলাকায় এ ঘটনা ঘটে। তিনি নগরীর বোয়ালিয়া থানার ঘোড়ামারা এলাকাযর বাসিন্দা। আরএমপির মতিহার থানার অফিসার ইনচার্জ ওসি এসএম মাসুদ পারভেজ জানান, গত বুধবার রাতে অলিম্পিয়া কোম্পানীর মালামাল সরবরাহকারি সজিবুলের সঙ্গে কোম্পানীটির গাড়ি চালক রাহুলের মারামারির হয়। বৃহস্পতিবার দুপুরে রাহুল নগরের ধরমপুর
এলাকায় কোম্পানীর মালামাল সরবরাহ করতে গেয়ে সজিবুল তাঁকে ধরে মারপিট করে। খবর পেয়ে কৌশিক প্রামাণিক মিঠু সেখানে গেলে তার সঙ্গে কথাকাটাকাটি হয় সজিবুলের। এ সময় সজিবুল তাকে ধাক্কা দিয়ে সড়কের উপর ফেলে দেয়। এতে তিনি পড়ে গিয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন থাকার কিছুক্ষণ পরে তার মৃত্যু হয়। তার শরীরে কোন আঘাতের চিহ্ন দেখা যায়নি। কান দিয়ে রক্ত বের হওয়ার দাগ রয়েছে। এ ঘটনার পর সজিবুল এলাকা ছেড়ে পালিয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
আর/এস