মহামারী করোনা ভাইরাস সংক্রমণ রোধে লকডাউন পরিস্থিতিতে র্যাব-৫, রাজশাহীর উদ্যোগে অসহায় ও দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে র্যাব-৫। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে রাজশাহী মহানগরীর হাইটেক পার্ক এলাকায় চরাঞ্চলের ৩৫০ জন দরিদ্র ও অসহায় ব্যক্তিদের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। মোট ৩৫০০ কেজি, ডাল ৭০০ কেজি, তেল ৭০০ লিটার, চিনি ৩৫০ কেজি, লবণ
৩৫০ কেজি, নুডুলস ৩৫০ প্যাকেট (প্রতি প্যাকেট ৪ পিস), সেমাই ৭০০ প্যাকেট (প্রতি প্যাকেট ২০০ গ্রাম), ম্যাচ ৩৫০ ডজন এবং সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। দরিদ্র ও অসহায়দের মাঝে ত্রাণ বিতরণের সময় র্যাব-৫, রাজশাহীর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ জিয়াউর রহমান তালুকদার, পিএসসি উপস্থিত থেকে ত্রাণ বিতরণ করেছেন। এ সময়ে র্যাব-৫ এর অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এস/আর