নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগর ও আশেপাশের উপজেলায় দিনের বেলা যেন রাতের অন্ধকার নেমে আসে। শনিবার বিকেল পৌনে ৬টার দিকে নগর ও আশেপাশের উপজেলা ঘন কালো মেঘে ঢেকে যায়। মেঘের কারণে দিনের বেলাতেই রাতের মতো অন্ধকার নেমে আসে।
শনিবার বিকেল থেকে রাজশাহী মহানগর ও আশেপাশের উপজেলার আকাশে হালকা মেঘ জড়ো হতে শুরু করে। এরপর বিকেল সাড়ে ৫টার দিকে মেঘ আরো বেশি হয়ে যায়।
বিকেল পৌনে ৬টার দিকে ঘন কালো মেঘে ঢেকে যায় রাজশাহীর আকাশ। এ সময় দিনের বেলাতেও চারিদিকে অন্ধকার হয়ে যায়। ঘন কালো অন্ধকারে ঢেকে যায় চারিদিক। মেঘের গর্জন হলেও দুই এক ফোটা ছাড়া তেমন বৃষ্টিপাত হয়নি। তবে বিকেল পৌনে ৬টার দিক থেকে নগরীর বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়। বিদ্যুৎ সরবরাহ বন্ধ করার পরে কিছুক্ষণের জন্য দিয়ে আবার টেনে নেওয়া হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত রাজশাহীর আকাশ ঘন কালো মেঘে ঢাকা ছিল। আকাশে বিদ্যুৎ চমকাতেও দেখা যায়। এদিকে, শনিবার সকালে রাজশাহীতে হালকা বৃষ্টিপাত হয়।
খবর ২৪ ঘণ্টা/আর