নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মহানগরীর পঞ্চবটি এলাকার একটি বাড়ি থেকে থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে পিকনিকের নামে অসামাজিক কার্যকলাপের অভিযোগে ও মাদক সেবনের অপরাধে আ’লীগ নেতাসহ ৮ জনকে আটক করেছে পুলিশ। আটক ৮ জনের মধ্যে একজন কলেজ ছাত্রীসহ তিনজন তরুণী রয়েছে। এ সময় ওই বাড়ি থেকে মদ ও ইয়াবা উদ্ধার করে পুলিশ। বুধবার সকালে মাদকদ্রব্য আইনে তাদের কারাগারে পাঠানো হয় বলে জানিয়েছেন বোয়ালিয়া থানার এসআই ইফতেখার মো. আল-আমিন। নগরের পঞ্চবটি এলাকায় রুমেলের বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান তিনি।
গ্রেপ্তার আওয়ামী লীগ নেতার নাম মেহেদী হাসান রনি (৩২)। তিনি রাজশাহী নগরের ২৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। গ্রেপ্তার অন্যরা হলেন- মো. রুমেল (৩৫), মনিরুল হক (৩৬),
রিপন আলী (৩২), পিয়াল মাহমুদ (২২), আলেয়া রহমান (১৯), আজমিরি খাতুন (২০) এবং মাহি আক্তার স্মৃতি (২০)। গ্রেপ্তারকৃতদের বাড়ি নগরীর বিভিন্ন এলাকায়।
এসআই ইফতেখার বলেন, নগরীর বোয়ালিয়া থানা পুলিশের একটি দল মঙ্গলবার রাত ৯টার দিকে এ অভিযান চালায়। অভিযানের সময় ওই বাড়ি থেকে ২ বোতল বিদেশী মদ, ২ বোতল দেশি মদ, ১৩ পিস ইয়াবা এবং মাদকসেবনের নানা উপকরণ জব্দ করা হয়েছে।
তিনি বলেন, রুবলের বাড়িতে পিকনিকের নামে মাদক সেবন ও অসামাজিক কর্মকান্ডের আসর বসেছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আটজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার তিন তরুণী যৌনকর্মী। গ্রেপ্তার সবাইকে আসামি করে রাতেই থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়। সকালে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
আর/এস