নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী কলেজ মাঠে জেলা প্রশাসনের আয়োজনে তিন দিনব্যাপী উন্নয়ন মেলা শেষ হয়েছে। শনিবার রাতে আনুষ্ঠানিকভাবে এ মেলা শেষ হয়। মেলায় সরকারের বিভিন্ন দপ্তরের ১৮০টি স্টশ অংশগ্রহণ করে।এর আগে গত ৪ এপ্রিল সকাল ৯টায় রাজশাহী কলেজ মাঠে বর্ণাঢ্য আয়োজনে এ মেলার উদ্বোধন করা হয়। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে রাসিক মেয়র, রাজশাহী বিভাগীয় কমিশনার, রাজশাহী
রেঞ্জের ডিআইজি, আরএমপি কমিশনার, জেলা প্রশাসকসহ অন্যান্য নের্তৃবৃন্দ। মেলায় বিভিন্ন সরকারী দপ্তরের উন্নয়ন চিত্র তুলে ধরা হয়। উদ্বোধনের পর থেকেউ উন্নয়ন মেলায় দর্শনার্থীদের ব্যাপক ভিড় ছিলো। প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলার স্টলগুলো খোলা ছিল। মেলার সমাপনিতে শ্রেষ্ট স্টলগুলোতে পুরস্কার দেওয়া হয়।
খবর ২৪ ঘণ্টা/এমকে