নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মহানগরের নিউমার্কেট এলাকায় ডিবি পুলিশ পরিচয়ে নারীর স্বর্ণালংকার ছিনতাই করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টার দিকে নিউমার্কেটের সামনে এ ঘটনা ঘটে। জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে এক নারী নিউমার্কেটের সামনে দিয়ে যাচ্ছিলেন।
এ সময় প্রাইভেট কারে কয়েকজন ব্যাক্তি তার পথরোধ করে ডিবি পুলিশ পরিচয় দিয়ে হাতে থাকা বালা ও টাকা নিয়ে চলে যায়। এ বিষয়ে উপশহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই মাহফুজ বলেন, ঘটনা শুনেছি। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
খবর২৪ঘণ্টা /এম কে