নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীতে ডাকাতির প্রস্ততিকালে ধারালো অস্ত্রসহ ৭ ডাকাতকে আটক করেছে পুলিশ। গত রোববার ভোরে নগরীর শিরোইল বাস টার্মিনাল এলাকায় অবস্তিত একটি পেট্রোল পাম্পের সামনে থেকে তাদের আটক করা হয়। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে নগরীর বোয়ালিয়া থানায় অস্ত্র ও ডাকাতির প্রস্তুতির মামলা দায়ের করা হয়েছে। আটককৃতদের নাম জানা যায়নি।
জানা গেছে, গত রোববার সকালে ধারালো অস্ত্রসহ ৭ জন ডাকাত নগরীর শিরোইল কলোনি এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ সময় বোয়ালিয়া মডেল থানার একটি টহল টিম তাদের আটক করে থানায় নিয়ে যায়। রোববার রাতে পুলিশ বাদী হয়ে তাদের বিরুদ্ধে অস্ত্র ও ডাকাতির প্রস্তুতির মামলা করে।
উদ্ধারকৃত ধারালো অস্ত্র। ছবি: সংগৃহিত
সোমবার সকালে নগরীর বোয়ালিয়া থানার ডিউটি অফিসারের নম্বরে কল দিলে ফোন রিসিভ করে জানানো হয়, ফোনে নাম দেওয়া যাবে না। ডিউটি অফিসারের নাম জিজ্ঞাসা করলেও তিনি থানায় গিয়ে তার জানার জন্য বলেন। থানায় না গেলে তার নাম শোনা যাবে না। অনুরোধ করেও তিনি নিজের নাম জানাতে রাজি হননি। এরপর তিনি বলেন, সারা রাত ঘুম হয়নি তার।
খবর২৪ঘণ্টা/এমকে