নিজস্ব প্রতিবেদক : ঋণের চাপে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে কাটা পড়ে মীর রুহুল আমিন (৬৫) নামের এক বৃদ্ধ আত্মহত্যা করেছে। তিনি রাজশাহীর বাঘা উপজেলার বাউসা মাঝপাড়া গ্রামের মৃত আশরাফের ছেলে। সোমবার পহেলা বৈশাখ (১৪ এপ্রিল) বিকেল পৌনে ৫ টার দিকে আড়ানি স্টেশন অতিক্রম করার সময় ঢাকা থেকে রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে তিনি আত্মহত্যা করেন।
তার লাশটি দ্বিখন্ডিত হয়ে যায়। ঘটনার সময় ধারণ করা একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে দেখা যায়, আগে থেকেই বৃদ্ধ রুহুল আমিন রেল লাইনের পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় ধূমকেতু ট্রেনটি আড়ানি স্টেশন অতিক্রম করছিল। তার সামনে দিয়ে ট্রেন আসতে দেখে তিনি দৌড়ে গিয়ে রেল লাইনে শুয়ে পড়েন। ট্রেনটি তাকে চাপা দিয়েই চলে যায়। এতে তার লাশ দ্বিখন্ডিত হয়ে যায়। খবর পেয়ে ঈশ্বরদি জিআরপি থানা পুলিশ লাশটি উদ্ধার করে।
এ তথ্য নিশ্চিত করে ঈশ্বরদি জিআরপি থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউর রহমান বলেন, পরিবারের সদস্যরা পুলিশকে জানিয়েছে ওই বৃদ্ধ ঋণ নিয়ে পেঁয়াজ চাষ করেছিলেন। সেই পেঁয়াজের ফলন ভালো না হওয়ায় ঋণের চাপে বিপাকে ছিলেন। এছাড়াও তিনি কিছুটা অসুস্থ ছিলেন। এ কারণে আত্মহত্যা করতে পারে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশটি দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
বিএ..
বিএ..