1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
রাজশাহীতে ট্রেনের টিকিট কালোবাজারির অভিযোগে দু'জন আটক - খবর ২৪ ঘণ্টা
শনিবার, ০৪ জানয়ারী ২০২৫, ১২:২০ অপরাহ্ন

রাজশাহীতে ট্রেনের টিকিট কালোবাজারির অভিযোগে দু’জন আটক

  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ আগস্ট, ২০২০
আটক লিয়াকত ও রিমন

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীতে ট্রেনের টিকিট কালোবাজারির অভিযোগ জাতীয় রিকশা-ভ্যান শ্রমিক লীগ রাজশাহী মহানগর শাখার সভাপতি লিয়াকত আলী ও রিমন নামের অপর জনকে আটক করেছে নগর গোয়েন্দা পুলিশ। আজ বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে রাজশাহী মহানগরীর শিরোইল এলাকার গোধূলি মার্কেট থেকে তাদের আটক করে নগর গোয়েন্দা পুলিশের একটি দল। এ সময় তাদের কাছ থেকে

রাজশাহী থেকে ঢাকাগামী ট্রেনের টিকিট উদ্ধার করা হয়। এই টিকিটে ৪৫ জন যাত্রীর সিট ছিল। ডিবি পুলিশের হাতে আটক লিয়াকতের একটা ভিজিটিং কার্ড থেকে অনুযায়ী জাতীয় রিক্সা ভ্যান শ্রমিক লীগ রাজশাহী মহানগর শাখার সভাপতি, রিকশা-ভ্যান শ্রমিক মালিক ফেডারেশন সমন্বয় পরিষদের রাজশাহী মহানগর শাখার আহ্বায়ক ও জাতীয় শ্রমিক লীগ রাজশাহী শাখার সহ-সাংগঠনিক সম্পাদক। ডিবি পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে তাদের আটক করে।

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ পুলিশ কমিশনার সদর গোলাম রসূল কুদ্দুস বলেন, আজ রাতে অভিযান চালিয়ে নগরীর গোধূলি মার্কেট থেকে ট্রেনের টিকিট কালোবাজারির অভিযোগে লিয়াকত ও রিমনকে তেরোটি টিকিটসহ আটক করা হয়। ১৩ টি টিকিটে ৪৫ জনের সিট ছিল। টিকিটগুলো রাজশাহী থেকে ঢাকাগামী। আওন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, খবর ২৪ ঘন্টার অনুসন্ধানে জানা গেছে, লিয়াকত আলী কিছু অসৎ কর্মকর্তাদের যোগসাজশে ট্রেনের টিকিট কালোবাজারি করে বেশ কয়েকদিন ধরে বিক্রি করছিলেন। নন এসির একেকটি ক্রিকেট ১২শ থেকে দেড় হাজার হাজার টাকা পর্যন্ত বিক্রি করেছেন বলে জানা গেছে। আর এসি টিকিট আরও বেশী দামে বিক্রি করেছেন। প্রত্যেকটি টিকিটের দাম ধরা হতো দুই থেকে তিনগুণ। এর সাথে আরও বেশ কিছু লোকজন জড়িত বলে অনুসন্ধানে জানা গেছে।

এমকে

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST