নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীতে সিল্কসিটি ট্রেনের ছাদ থেকে অজ্ঞাত কিশোর (১৪) এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে রাজশাহী রেলওয়ে স্টেশনে তার মরদেহ উদ্ধার করা হয়। রাজশাহী পশ্চিম রেলওয়ের থানা জিআরপির অফিসার ইনচার্জ (ওসি) সাইদ ইকবাল জানান, মঙ্গলবার সকালে রাজধানী ঢাকা থেকে পদ্মা এক্সপ্রেস ট্রেন রাজশাহী স্টেশনে পৌঁছার পর
পরিস্কারের জন্য গিয়েছিল। পরিস্কারের পর আবার প্লাটফর্মে আসার ফিরে আসলে মরদেহটি দেখতে পাওয়া যায়। পরে ছাদ থেকে মরদেহটি নামানো হয়। ওই কিশোরের মাথায় ও শরীরি আঘাতের চিহ্ন দেখা যাচ্ছে। তার পরিচয় পাওয়া যায়নি। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে কোন ব্রিজে মাথায় আঘাত লেগে তার মৃত্যু হয়েছে। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
খবর ২৪ ঘণ্টা/এমকে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।