নিজস্ব প্রতিবেদক :
আগামী ২৯ মে থেকে রাজশাহীতে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পশ্চিমাঞ্চলের রেলওয়ের বিভিন্ন স্টেশন থেকে অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। আগামী ২৯ মে থেকে ২ জুন পর্যন্ত ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি করা হবে। ২৯ মে এর
টিকিটে ৭ জুন যাত্রা করা যাবে। ৩০ মের টিকিটে ৮ জুন, ৩১ মের টিকিটে ৯ জুন, ১ জুনের টিকিটে ১০ জুন ও ২ জুনের টিকিটে ১১ জুন ভ্রমণ করা যাবে। সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে টিকিট বিক্রি করা হবে। এছাড়া আরো জানানো হয়, একজন ব্যক্তিকে সর্বোচ্চ ৪টি টিকিট দেওয়া হবে এবং অগ্রিম বিক্রিত টিকিট ফেরত নেওয়া হবে না।
আর/এস