রাজশাহীর চারঘাট উপজেলায় মাটিবাহী ট্রাক্টর উল্টে চাপা পড়ে সাকিল (১৬) নামের এক হেলপারের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার ভোরে ৫ চারঘাট উপজেলার ভায়ালক্ষীপুর ইউনিয়নের কাশেমের মোড় নামক স্হানে এ ঘটনা ঘটে। ওই কিশোর বাঘা উপজেলার কালিগ্রামের মৃত সুজন আলীর ছেলে।
জানা গেছে, আজ বৃহস্পতিবার ভোরে ভায়ালক্ষীপুর ইউনিয়ন রেজাউল করিমের জমি লিজ নিয়ে রশিদ নামে ব্যক্তি অবৈধ্য পুকুর খনন করছে। সেই পুকুরের মাটি নিয়ে যাওয়ার সময় কাশেমের মোড় এলাকায় পৌঁছালে ট্রাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় । এতে ওই কিশোর হেলপারের মৃত্যু হয় ও চালক আহত হয়। এ ব্যাপারে চারঘাট মডেল থানা অফিসার ইনচার্জ ওসি জাহাঙ্গীর আলম বলেন, ট্রাক্টর উল্টে হেলপার নিহত হয়েছে। ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।
এস/আর