নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মহানগরীতে বেপরোয়া গতির ট্রাকের ধাক্কায় ভুটভুটিতে থাকা জামিরুল (৬৫) নামের এক বৃদ্ধ নিহত ও অপর ৩ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকেন নগরীর শাহমখদুম থানাধীন ফুলতলা এলাকার একটি পেট্রোল পাম্পের সামনের রাস্তায় এ ঘটনা ঘটে।
এ তথ্য নিশ্চিত করে রামেক হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ এএসআই সজিব জানান, নগরীর শাহমখদুম থানার ফুলতলা এলাকার সামনের রাস্তায় ট্রাকের ধাক্কায়
ভুটভুটির ৪ যাত্রী গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হলে রামেক হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত অপর তিনজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। লাশ মর্গে পাঠানো হয়েছে। নগরীর শাহমখদুম থানার ডিউটি অফিসার এএসআই বিউটি এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এস/আর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।