নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর পুঠিয়ায় কাগজপত্র না দেখাতে পারায় সাজেন্ট কর্তৃক ট্রাক চালককে মামলা দেওয়ার ঘটনায় সড়ক অবরোধ করা হয়। পরে অবশ্য বিষয়টি সমাধান হলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। আজ রোববার দুপুর ১টার দিকে পুঠিয়া উপজেলার কলাহাটি এলাকায় এ ঘটনা ঘটে। রাজশাহীর পুঠিয়া থানার অফিসার ইনচার্জ ওসি শাকিল উদ্দিন জানান, রোববার দুপুরে পুঠিয়া উপজেলার কলাহাটিতে পুলিশ যানবাহনের কাগজপত্র চেক করছিলো। দুটি ট্রাকের কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় সেখানে কর্তব্যরত ট্রাফিক সার্জেন্ট মামলা দেয়। এরপর ওই চালকরা সেখান থেকে চলে গিয়ে বিষয়টি অন্যান্য চালককে জানালে ট্রাক চালকরা রাজশাহী মহানগরীর নওদাপাড়াসহ বিভিন্ন প্রবেশ পথে
ট্রাক রেখে রাস্তা অবরোধ করে। প্রায় আধা ঘণ্টা যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে দুই পক্ষের মধ্যে বিষয়টি সমাধান হলে যান চলাচল স্বাভাবিক হয়। তবে চালকদের পক্ষ থেকে অভিযোগ করার হয়েছে সার্জেন্ট তাদের সাথে খারাপ আচরণ করেছে। এর প্রতিবাদেই রাস্তা অবরোধ করা হয়। চালকদের অভিযোগের বিষয়টি ওসিকে জানালে তিনি বলেন, তাদের কে মারধর বা খারাপ আচরণ করা হয়নি। মামলা দেওয়ায় তারা এ ঘটনা ঘটিয়েছে।
খবর ২৪ ঘণ্টা/আর