নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা এলাকায় সড়ক দুর্ঘটনায় আবুল কালাম নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। তিনি পবা উপজেলার বালিয়া গ্রামের বাসিন্দা।
শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে কাশিয়াডাঙ্গার রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে এ ঘটনা ঘটে।
জানা গেছে, কালাম নামের ওই বৃদ্ধ সাইকেল নিয়ে নিজ বাড়ি থেকে নগরীর দিকে যাচ্ছিলেন। পথে কাশিয়াডাঙ্গা মোড়ে পৌঁছালে পেছেন থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ বিষয়ে কাশিয়াডাঙ্গা থানার ওসি রবিউল ইসলাম বলেন, লাশ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। থানায় ইউডি মামলা হয়েছে। লাশ পরিবারের মাঝে হস্তান্তরের প্রকিয়া চলছে।
খবর২৪ঘন্টা/এমকে