রাজশাহী মহানগরীতে ট্রাক চাপায় সাগর (১৮) নামের এক ভ্যান চালক নিহত ও একজন আহত হয়েছেন। নিহত ভ্যানচালক রাজশাহী মেট্রোপলিটন পুলিশের দামকুড়া থানা হরিপুর কলোনি এলাকার রেন্টুর ছেলে। আজ শনিবার সকাল নয়টার দিকে কাশিয়াডাঙ্গা থানাধীন বালিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, আজ শনিবার সকাল ৯ টার দিকে ভ্যানচালক সাগর যাত্রী নিয়ে কাশিয়াডাঙ্গার দিকে যাচ্ছিলেন। পথে তিনি বালিয়া এলাকায় পৌঁছালে অপর দিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ভ্যান চালক ও তার যাত্রী গুরুতর আহত হয়। পরে তাদের আহত অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে নেওয়ার পর ভ্যানচালক সাগরের মৃত্যু হয়। খবর পেয়ে নগরের কাশিয়াডাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি জব্দ করে। চালক ও হেলপার পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি।
এ তথ্য নিশ্চিত করে নগরীর কাশিয়াডাঙ্গা থানার অফিসার ইনচার্জ ওসি এস এম মাসুদ পারভেজ বলেন, সড়ক দুর্ঘটনায় ভ্যানচালক নিহত হয়েছে। ট্রাকটি জব্দ করা হয়েছে। চালক হেলপার পালিয়ে যাওয়া।য় তাদের আটক করা সম্ভব হয়নি। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
এস/আর