নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর পবা উপজেলার মুরালিপুর গ্রামে ট্রলি চাপায় মঞ্জুর ঘোষ (৭৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। তিনি রাজশাহী মেট্রোপলিটন পুলিশের দামকুড়া থানার মুরালিপুর গ্রামের মৃত কুসাই ঘোষের ছেলে। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে বাড়ির সামনের রাস্তায় এ ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করে রাজশাহীর দামকুড়া থানার ওসি আব্দুল লতিফ শাহ জানান, বৃহস্পতিবার সকাল ৯টার দিকে মঞ্জুর
ঘোষ নিজ বাড়ি থেকে রাস্তা পার হয়ে চায়ের দোকানের দিকে যাচ্ছিলেন। এ সময় একটি ট্রলি তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে নিহতের লাশ উদ্ধার করা হয়। নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফন করা হবে। থানায় একটি ইউডি মামলা দায়ের করা হবে।
খবর ২৪ ঘণ্টা/আর