নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীতে ২৪ হাজার টাকাসহ ১৩ জন জুয়াড়ীকে আটক করেছে নগর গোয়েন্দা পুলিশ। গতকাল বুধবার গভীর রাতে তাদের নগরীর কাদিরগঞ্জ দড়িখরবনা এলাকা থেকে আটক করে। আটককৃতরা হলো, নগরীর দড়িখরবনা এলাকার রাসেল ইসলাম (৩০), উজ্জল হোসেন (৩০), তোজাম্মেল হোসেন টনি, ইয়ার আলী (২৮), মাসুদ রানা কিরন (৩৬), মুরাদ হোসেন মুন্না (৩০), উপশহর পুলিশ ফাঁড়ি এলাকার সোহেল রানা (৩৮), আব্দুস সাত্তার খোকন (৪০), আসাম কলোনী ৩ নং গলি বৌ বাজার, আবু হেনা মুস্তফা কামাল হিমেল (৪৫), জাহাঙ্গীর আলম (৪৫), রায়হান ইসলাম রানা (২৮), রনি (৩০) ও বকুল হোসেন।
জানা গেছে, নগর গোয়েন্দা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, নগরীর কাদিরগঞ্জ দড়িখরবনা এলাকার রেললাইনের ধারে টিনের ঘরে জুয়াড়ীরা জুয়া খেলছে। খবর পেয়ে ডিবি পুলিশের একটি টিম অভিযান চালিয়ে তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে জুয়া খেলার তের সেট তাস ২৪ হাজার ৩৪৩ টাকা উদ্ধার করা হয়।
এ বিষয়ে নগর পুলিশের মুখপাত্র সিনিয়র এসি ইফতে খায়ের আলম বলেন, আটকদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।
খবর২৪ঘণ্টা/এমকে