রাজশাহী মহানগরীতে জামায়াত-শিবিরের তিন কর্মীকে আটক করেছে পুলিশ। আটককৃতদের মধ্যে জামায়াতের ১৬নং ওয়ার্ড ইউনিটের জামায়াতের রোকন ও শিবির কর্মীসহ ৩ জন রয়েছে। এসময় আসামীদের কাছ থেকে জুম মিটিং এর সরঞ্জামাদি, বিপুল পরিমান জিহাদী বই, ব্যানার, ক্যাশ রেজিস্টার উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন, রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানার কয়েরদাড়া বিলপাড়া গ্রামের মৃত লালু শেখের ছেলে জামায়াতের রাসিক ১৬নং ওয়ার্ড ইউনিটের রোকন রবিউল শেখ (৪০), দরগাপাড়ার মৃত আঃ রশিদের ছেলে পারভেজ (২২) ও মতিহার থানার নতুন বুথপাড়া গ্রামের সিরাজের ছেলে মোঃ হাবিব (২৭)।
পুলিশ জানায়, আজ শনিবার ভোরে বোয়ালিয়া থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে বোয়ালিয়া মডেল থানার কয়েরদাড়া গ্রামের রবিউল ইসলামের বাড়ীতে অভিযান চালিয়ে রবিউল ইসলাম, হাবিব ও পারভেজকে আটক করে। এ সময় ১০/১২ জন পালিয়ে যায়। আসামীদের কাছ থেকে ট্যাব, জামায়াত ও ছাত্রশিবিরের কার্যক্রমের বিভিন্ন রেকর্ডপত্র, জিহাদি বই, ব্যানার, ক্যাশ রেজিস্টার উদ্ধার করা হয়। আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এস/আর