নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীতে নারী ও শিশু নির্যাতন এবং জঙ্গী ও মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার দুপুরে রাজশাহী মহানগর পুলিশের কাশিয়াডাঙ্গা বিভাগের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কাশিয়াডাঙ্গা জোনের উপ-পুলিশ কমিশনার জয়নুল আবেদীনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, রাজশাহী
মেট্রোপলিটন পুলিশ কমিশনার হুমায়ন কবির বিপিএম। বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও রাজপাড়া থানা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি আজিজুল আলম বেন্টু। সভায় বক্তারা, নারী ও শিশু নির্যাতন এবং জঙ্গী ও মাদক নিয়ন্ত্রনে করার আহবান জানান।
আর/এস
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।