নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীর কাটাখালি থানাধীনন বেলঘরিয়া এলাকায় ছোট ভাই টেন্টুর হাসুয়ার কোপে বড় ভাই তোয়াজ্জেম হোসেন নান্টু (৩৫) খুন হয়েছেন। নিহত তোয়াজ্জেম হোসেন নান্টু বেলঘরিয়া এলাকার তোতার ছেলে। গতকাল শুক্রবার বিকাল সাড়ে ৩টার দিকে কাটাখালী থানাধিন বেলঘরিয়া কাকালকাঠী এলাকায় এ ঘটনা ঘটে।রাজশাহীর কাটাখালি থানার অফিসার ইনচার্জ ওসি নিবারণ চন্দ্র বর্মন জানান, গতকাল শুক্রবার বিকেলে পারিবারিক বিষয় নিয়ে কাটাকাটির জের দুই ভাই নান্টু ও টেন্টুর মধ্যে
বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে নান্টু তার ছোট ভাই টেন্টুকে হাসুয়া দিয়ে আঘাত করার চেষ্টা করে। এ সময় টেন্টু তার বড় ভাই নান্টুকে ওই হাসুয়া দিয়েই গলায় কোপ দেয়। এতে সে মাটিতে লুটিয়ে পড়লে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয়। লাশ মর্গে রয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ বিষয়ে নিহতের বাবা বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করবে। টেন্টুকে আটক করা হয়েছে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
খবর ২৪ ঘণ্টা/এমকে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।