নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীতে ছেলে ধরা সন্দেহে তিনজনকে গণপিটুনি দিয়েছে স্থানীয়রা। রোববার দুপুরে নগরীর ডাশমারী এলাকায় এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের থানায় নিয়ে আসে। এ তথ্য নিশ্চিত করে নগরীর মতিহার থানার অফিসার ইনচার্জ ওসি হাফিজুর রহমান বলেন, রোববার দুপুরে তিন জন চিপস
ব্যবসায়ীকে স্থানীয়রা ছেলে ধরা সন্দেহে গণপিটুনি দেয়। বিষয়টি পুলিশ জানতে পেরে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে জনতার হাত থেকে উদ্ধার করে। এরপর তাদের মতিহার থানায় নিয়ে আসা হয়। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ছেলে ধরা সন্দেহেই তারা পিটুনি দিয়ে স্থানীয়রা।
আর/এস
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।