নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীতে ছুরিকাঘাতে ফাহিম (১৮) নামের এক কলেজছাত্র খুন হয়েছেন ও যুবরাজ নামের অপর একজন আহত হয়েছেন। নিহত কলেজ ছাত্র নগরীর শাহমখদুম থানার পবা নতুনপাড়া এলাকার মোস্তফার ছেলে ও বরেন্দ্র কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র। বুধবার বিকেল চারটার দিকে পবা নতুনপাড়া কৃষি উন্নয়ন ব্যংকের সামনে এ ঘটনা ঘটে। ঘটনার পরে অজ্ঞাত দু’জন ছেলে-মেয়ে মিলে চারজন পালিয়ে গেছে। এ তথ্য নিশ্চিত করে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার গোলাম রুহুল কুদ্দুস বলেন, বুধবার বিকেলে পবা নতুনপাড়া এলাকার মাঠে দু’জন ছেলে ও দু’জন মেয়ে
বসে ছিল। এ সময় ফাহিম, যুবরাজ ও সৈকত গিয়ে বলে তোমরা এখানে কি করছো? এনিয়ে তাদের মাধ্য কথা কাটাকাটি হয়। এ সময় তাদের মধ্যে একজন ফাহিমকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। ফাহিমকে বাঁচাতে গিয়ে যুবরাজও আহত হয়। পরে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসাপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় ফাহিম মারা যায়। যুবরাজ বর্তমানে রামেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। লাশ মর্গে রয়েছে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। হত্যাকারীদের সনাক্ত করা যায়নি।
আর/এস
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।