রাজশাহী মহানগরীর লক্ষীপুরে অবস্থিত হোটেল সীনে ছাত্রের কাছ থেকে জোরপূর্বক টাকা টাকা কেড়ে নেওয়ার অভিযোগে জীবন (১৮) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। বুধবার বিকেল ৩টার দিকে তাকে রাজপাড়া থানা পুলিশ হোটেল থেকে আটক করে। আটক জীবন নওগাঁ জেলার নিয়ামতপুর থানার সিরাজপুর গ্রামের আব্দুল কাদেরের ছেলে।
সূত্রে জানা গেছে, আটক জীবন ও বাদী সাকিবুর নগরীর ল লক্ষীপুরে রে অবস্থিত জাহিদের মালিকানাধীন হোটেল সীনের মেসে বর্ডার হিসেবে থাকে। জীবন জোরপূর্বক সাকিবুরের কাছ থেকে ৫০০ টাকা নিয়ে চলে যায়। বুধবার দুপুরে জীবন হোটেলে আসলে তাকে ধরে রেখে রাজপাড়া থানা পুলিশকে খবর দেয় সাকিবুর। খবর পেয়ে থানা পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়।
এদিকে, সরজমিনে খোঁজ নিয়ে জানা গেছে, প্রায় সেখানে টাকা ও মোবাইল কেড়ে নেওয়ার ঘটনা ঘটে।
রাজপাড়া থানার এসআই আব্বাস বলেন, একজনকে আটক করা হয়েছে। সাকিবুর একটি লিখিত অভিযোগ করেছে। আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।