নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীর একটি ছাত্রাবাস থেকে বিশ্ববিদ্যালয় ভর্তিচ্ছু ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সে পাবনা জেলার সুজানগর থানার সাতবাড়িয়া এলাকার আব্দুর রহিমের ছেলে এজাজ আহমেদ আকিব। শনিবার দুপুরে রাজশাহী মহানগরীর দেবিশিংপাড়ায় অবস্থিত এসএস ছাত্রাবাস থেকে লাশটি উদ্ধার করে বোয়ালিয়া মডেল থানা পুলিশ। ওই ছাত্রের নাম এজাজ আহমেদ আকিব। নগরীর বোয়ালিয়া মডেল থানার ওসি আমান উল্লাহ জানান, আকিব বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য কোচিং করছিল। সে
ওই ছাত্রাবাসে ছিল। গত ২৭ জুন তার আরেক রুম মেট বাড়ি চলে যায়। এরপর থেকে কেউ আকিবকে দেখেন নি। শনিবার দুপুরের দিকে আকিবের ঘর থেকে দুর্গন্ধ বের হতে শুরু করে। তারা দরজা ধাক্কাধাক্কি করলেও কেউ সাড়া দেয়নি। পরে ছাত্রাবাসের ম্যানেজার থানায় খবর দিলে সেখানে পুলিশ পাঠানা হয়। দরজা ভেঙে ভেতরে ঢুকে আকিবকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায়। ফ্যানের সঙ্গে গলায় গামছা দিয়ে ঝুলে
ছিল। মরদেহে পঁচন ধরেছিল। এ থেকে ধারনা করা হচ্ছে তিনদিন আগেই মৃত্যু হয়েছে আকিবের। মরদেহ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এস/আর