নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীতে ছাত্রকে বলাৎকারের অভিযোগে জুয়েল নামের এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দুপুরে নগরীর বোয়ালিয়া থানা পুলিশ তাকে আটক করে। আটক জুয়েল নগরীর মালোপাড়ায় অবস্থিত শাহিন স্কুলের আবাসিক শিক্ষক।
জানা গেছে, শাহিন স্কুলের আবাসিক শিক্ষক জুয়েল ওই স্কুলের এক ছাত্রকে ভয় দেখিয়ে বলাৎকার করে। পরে ওই ছাত্র বিষয়টি তার পরিবারের লোকজনকে জানালে তারা থানা পুলিশকে জানায়। পুলিশ বিষয়টি জানতে পেরে বুধবার দুপুরে তাকে আটক করে থানায় নিয়ে যায়। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। ভিকটিমের খালা বাদী হয়ে বোয়ালিয়া থানায় এ মামলা দায়ের করে।
এ বিষয়ে বোয়ালিয়া থানার ওসি আমান উল্লাহ বলেন, ছাত্রকে বলাৎকারের অভিযোগে এক শিক্ষককে গ্রেফতার করা হয়েছে। থানায় ওই ছাত্রের খালা বাদী হয়ে একটি মামলা দায়ের করবে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
খবর২৪ঘণ্টা/এমকে