রাজশাহী মহানগরীতে চোলাই মদসহ তিনজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। আটকরা হলো, স্বপন বিশ্বাস(৪৪), আব্দুল আলীম(৪২) ও আজিজুল ইসলাম(৫৫)। রোববার রাতে তাাদে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচলান করে দামকুড়া থানার আন্দারকোঠা মিশন গ্রামের স্বপন বিশ্বাসের বাড়িতে ২৭ লিটার দেশী চোলাইমদসহ এ ৩ জনকে আটক করা হয়। গ্রেফতারকৃত সকল আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এস/আর