1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
রাজশাহীতে চেকপোস্টে পুলিশকে ছুরিকাঘাত, পিস্তল ও গুলিসহ আটক ৩ - খবর ২৪ ঘণ্টা
রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৫:৪৭ অপরাহ্ন

রাজশাহীতে চেকপোস্টে পুলিশকে ছুরিকাঘাত, পিস্তল ও গুলিসহ আটক ৩

  • প্রকাশের সময় : বৃস্পতিবার, ২৯ আগস্ট, ২০১৯
পুলিশের হাতে আটক তিনজন

নিজস্ব প্রতিবেদক :

রাজশাহী মহানগরীতে চেকপোস্টে তল্লাশীর সময় একটি পিস্তল, ৬টি গুলি ও একটি ধারালো চাকুসহ তিনজনকে আটক করে পুলিশ। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে নগরীর ষষ্টিতলা চাউলপট্টি মোড়ে এ ঘটনা ঘটে। আটককৃতরা হলো, নগরীর শাহমখদুম থানার সপুরা এলাকার রনজিৎ হালদারের ছেলে অভিজিৎ হালদার রিংকু (২২), নগরীর বোয়ালিয়া থানার কয়েরদাড়া এলাকার খলিলুর রহমান খলিলের ছেলে আমির হোসেন (১৬) ও নগরীর মাস্টারপাড়া এলাকার এমাজ উদ্দিনের ছেলে মোবারক হোসেন (১৭)।

নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার গোলাম রুহুল কুদ্দুস স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে নগরীর বোয়ালিয়া মডেল থানাধীন শিরোইল পুলিশ ফাঁড়ির এএসআই মাইনুল ইসলাম, সঙ্গীয় ফোর্সসহ ষষ্টিতলা চাউল পট্টি মোড়ে বেলা নিয়মিত চেকপোষ্ট করার সময় তাদের সামনে একটি ব্যাটারি চালিত রিক্সায় তিনজন আরো যাচ্ছিলো। এ

সময় পুলিশের সন্দেহ হলে তাদের দাঁড় করিয়ে তল্লাশির সময় একজনের কোমরে গোঁজা অবস্থায় ১ টি পিস্তল পাওয়া যায়। পিস্তলটি পুলিশ হেফাজতে নিতেই অপর একজন তাকে চাকু দিয়ে আঘাত করে। আঘাত বাম হাত দিয়ে ঠেকাতে গেলে তার বাম হাতের বৃদ্ধাঙ্গুল রক্তাক্ত জখম প্রাপ্ত হয়। পরে ওই যুবকরা পালানোর চেষ্টা করলে উপস্থিত সংগীয় ফোর্স তাদের জাপটে ধরে

আটক করে। পরে দেহ তল্লাশী করে তাদের থেকে ১ (এক) টি ৭.৬৫ পিস্তল, ১ (এক) টি ম্যাগাজিন, ৬ রাউন্ড গুলি ও ১ টি চাকু উদ্ধার করা হয়। পরে তাদের আটক করে বোয়ালিয়া মডেল থানায় নিয়ে যাওয়া হয়। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

আর/এস

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST