নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর মহানগরীতে চিকিৎসকের অবহেলায় নবজাতক মৃত্যুর অভিযোগ উঠেছে। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে নগরীর লক্ষীপুরে অবস্থিত বেসরকারী রয়্যাল হাসপাতালে এ ঘটনা ঘটে। গাইনী কনসালটেন্ট হোমায়রা হিমু প্রসূতি স্মৃতি বেগম (২২) এর সিজারিয়ান করেন।
প্রসূতি স্মৃতির ছোট ভাই ইব্রাহিম অভিযোগ করে জানান, গত ৯ তারিখ তার বোন স্মৃতিকে সন্তানসম্ভাবা অবস্থায় লক্ষীপুরে অবস্থিত রয়্যাল হাসপাতালের গাইনী চিকিৎসক হোমায়রা হিমুর তত্ত¡াবধানে ভর্তি হন। অন্তসত্তা স্মৃতির পরিবারের পক্ষ থেকে নির্ধারিত সময়ে সিজারিয়ান করার কথা বলা হলেও ডা. হিমু তা করেন নি। এভাবে কয়েকদিন কেটে যায়।
এদিকে, শনিবার সকালে স্মৃতির অবস্থা আরো খারাপ হলে ডা. হিমুকে বাড়ি থেকে ডেকে এনে সিজারিয়ান করানো হয়। কিন্তু জীবিত বাচ্চা তিনি বের করতে পারেন নি। মৃত শিশু পরিবারের হাতে তুলে দেন। স্মৃতির পরিবারের অভিযোগ, সময়মত সিজারিয়ান করলে নবজাতকটি বেঁচে থাকতো। ডাক্তারের অবহেলার কারণে এই সমস্যা হয়েছে। তারা ডাক্তারের বিরুদ্ধে থানায় অভিযোগ করবেন।
তবে অবহেলার অভিযোগ অস্বীকার করে রয়্যাল হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা মাইনুল ইসলাম বলেন, প্রসূতির পেটে মৃত বাচ্চা ছিল। বাচ্চা আগেই মারা গেছে। চিকিৎসকের কোন অবহেলা নেই। প্রসূতির স্বজনরা না বুঝে অভিযোগ করছে।
এ বিষয়ে রাজপাড়া থানার ওসি হাফিজুর রহমান বলেন, বিষয়টি শুনেছি। অভিযোগ দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
খবর২৪ঘণ্টা/এমকে