নিজস্ব প্রতিবেদক : আজ শুক্রবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক নার্স, পুলিশের সার্জেন্ট, পুলিশ সদস্য ও হাসপাতালের সহকারীসহ আরো ৬০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আজ শুক্রবার রামেক হাসপাতালের ল্যাবে ১৫০ জনের নমুনা পরীক্ষায় ৬০ জন পজিটিভ হন। পজিটিভ হওয়া সবাই রাজশাহীর বাসিন্দা। রামেক হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস শুক্রবার রাত ১১ টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন।
করোনা ভাইরাস আক্রান্তরা হলেন, রাসিকের ৪ নং ওয়ার্ডের পার্থ , নুর আলম, রামেক হাসপাতালের স্টাফ বেলাল, সালাম, রোকন, সঞ্জিত, জেসমিন, রামেক হাসপাতালের নার্স সেলিনা, বুলবুলি, পুলিশ হাসপাতালের আতিকুল, রায়হান, নাজমুল, এজাবুল, সোহেল রানা, ইসমাইল, জীবর আলী, মজিদ, সার্জেন্ট শ্যামলাল, এ এস আই মিজান, আইডি হাসপাতালের কানাই, আলাউদ্দিন, আজিজুর, হাসিবুর,
আখতারুন্নেসা, জাহাঙ্গীর, আফসানা, রাসেল, আমজাদ, রাব্বি, মনির, আসলাম, জুয়েল, মেহেদী, শিমুল, ফজলুল, কাউসার, রুহুল, শাহাবুল, আব্দুল, মোহাম্মাদ, তারিকুল, সাজ্জাদ, ফারজানা, সাফিদ, মুসলিমা, ইসানুল, আজরোজা, মোস্তাফিজুর, তন্ময়, মনিরুল, মাইনুল, হাসিনা, আতিয়া, আবিদ, ইতি, কমলিনি, রামেক হাসপাতালের ১৩ নং ওয়ার্ডের চিকিৎসক ডা. হাবিবুল্লাহ, সেন্টু ও লাবনি।
এছাড়াও একইদিন রামেকের পিসিআর ল্যাবে আরো ৬ জনের করোনা পজিটিভ হয়েছে।
এমকে