নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী পবা উপজেলার হরিপুর টেংরামারি গ্রামে ছতেরা বেগম (৩৮) নামের এক গৃহবধূকে জবাই করে হত্যা করা হয়েছে। আজ মঙ্গলবার রাত সাড়ে ৯ টার দিকে এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূ হরিপুর টেংরামারি গ্রামের আনিসুর রহমানের স্ত্রী। ওই নারী চার সন্তানের জননী।
এ তথ্য নিশ্চিত করে দামকুড়া থানার ওসি মাজহারুল ইসলাম জানান, ছতেরা বেগমের স্বামী আনিসুর রহমান ও তার ছেলে তারাবির নামাজ পড়তে মসজিদে গিয়েছিল। এ সময় ছাতেরা বেগম বাড়িতে একাই ছিলেন। মসজিদ থেকে তারা বাড়ি ফিরে ছতেরার গলাকাটা লাশ পড়ে থাকতে দেখতে পায়। লাশ তার শোয়ার ঘরে পড়ে ছিল। পরে গ্রামের লোকজন পুলিশকে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়।
নিহত গৃহবধূর বাড়িতে গিয়ে লাশ ঘটনাস্থলে রয়েছে। তবে কি কারণে এ হত্যাকাণ্ড তা এখনো জানা যায়নি। তবে হত্যাকান্ডের কারণ অনুসন্ধানে পুলিশ কাজ করে যাচ্ছে। তিনি আরো বলেন, আমি এখনো ঘটনাস্থলে রয়েছি। সিআইডি টিমকে খবর দেয়া হয়েছে। তারা এসে ঘটনাস্থল পরিদর্শন ও নমুনা সংগ্রহ করবে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে রহস্য বের করা হবে।
এমকে