নিজস্ব প্রতিবেদক: রাজশাহী কাটাখালি থানার পাক ইসলামপুর এলাকা থেকে গাঁজা সহ ৪ জনকে আটক করেছে পুলিশ। এ সময় একটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে। আটককৃতরা হলেন, রাজশাহী মহানগরীর রাজপাড়া থানা আলীগঞ্জ এলাকার রেজাউলের ছেলে আশিক (২৭), একই থানার আলিগঞ্জ পূর্বপাড়া এলাকার আলাউদ্দিনের ছেলে সালাউদ্দিন (২৩), একই থানার আরিফুল (২৭) ও একই থানার একই এলাকার বেলালের ছেলে সুমন (২৩)।
কাটাখালি থানার ওসি তদন্ত জানান কাটাখালি থানার পাক ইসলামপুর এলাকায় চেকপোস্ট চলাকালীন সময়ে চারঘাটের ইউসুফ থেকে রাজশাহীগামী একটি মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয় ও চারজনকে আটক করা হয়। এ সময় তাদের মাইক্রোবাসটি জব্দ করা হয়। আটককৃতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এমকে