নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর বেলপুকুর থানাধীন পোল্লাপাড়া এলাকায় অভিযান দুই কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৫। র্যাবের হাতে আটককৃতরা হলো, পুঠিয়া উপজেলার নামাজগ্রাম মধ্যপাড়া এলাকার ছালেকের ছেলে ইউরাফুল (২৯) ও বেলপুকুর থানার ছোট কামার ধাদাস এলাকার মোজাম্মেলের ছেলে ফারুক (২৯)। র্যাব জানায়, র্যাব-৫ রাজশাহীর সিপিএসসি
মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল রাজশাহী মহানগরীর বেলপুকুর থানাধীন পোল্লাপুকুর এলাকায় অভিযান দুই কেজি গাঁজা ও নগদ সাড়ে তিন হাজার টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করে। আটককৃতদের বিরুদ্ধে রাজশাহী মহানগরীর বেলপুকুর থানায় মাদক নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।
আর/এস