নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মহানগরীতে গলায় ফাঁস দিয়ে মাহফুজুর রহমান নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে ‘আত্মহত্যা’ করেছেন। গতকাল শনিবার সকালে নগরীর পশ্চিম বুধপাড়া এলাকায় নিজ বাড়ির শয়ন কক্ষে সিলিংয়ের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। নিহত মাহফুজুর রাজশাহীর একটি কলেজের স্নাতক (সম্মান) শেষ বর্ষে ছাত্র ছিলেন। মতিহার থানার ওসি শাহাদাত হোসেন বলেন, অয়ন মানসিকভাবে অসুস্থ। এর আগেও তিনি কয়েক বার আত্মহত্যার চেষ্টা করেছেন। গত শুক্রবার দিবাগত
রাতের কোনো এক সময় নিজ শয়ন কাক্ষে সিলিংয়ের সঙ্গে কাপড় পেঁচিয়ে গলায় ফাঁস দেন মাহফুজুর। পরে গতকাল শনিবার সকালে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে ময়না-তদন্ত জন্য লাশ রাজশাহী মেডিকেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নতদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।
আর/এস
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।