নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মহানগরীতে কেন্দ্রীয় শহীদ মিনারের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। রাজশাহী সার্ভে ইন্সটিটিউট চত্তরে আজ বুধবার সকালে ১৪ দলের উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণের জন্য এ ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়। ভাষা সৈনিক গোলাম আরিফ টিপু ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন।
উপস্থিত ছিলেন, রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা, মহানগর আওয়ামী লীগের সহসভাপতি
শাহীন আক্তার রেনী, শফিকুর রহমান বাদশা, সাধারণ সম্পাদক ডাবলু সরকার, অ্যাডভোকেট আসলাম সরকার, সাংগঠনকি সম্পাদক মীর ইশতিয়াক আহমেদ লিমন, যুগ্ম-সম্পাদক আহসানুল হক পিন্টু প্রমুখ।
এস/আর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।