নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর গোদাগাড়ীতে কিশোর অপরাধ চক্রের ৫ সদস্যকে আটক করেছে পুলিশ। গত বুধবার উপজেলার বিভিন্ন স্থানে অভিযান গোদাগাড়ী থানা পুলিশ তাদের আটক করে। আটককৃতরা হলো, রাজরামপুর এলাকার মনিরুল ইসলামের ছেলে পরশ (১৪), একই এলাকার শফিকুল ইসলামের ছেলে হাসান (১৪), শ্রনন্দপুর এলাকার মৃত আব্দুল হান্নানের ছেলে শফিক (১৭), একই এলাকার মোক্তার হোসেনের ছেলে সায়েম (১৭) ও আশরাফুল ইসলামের ছেলে শাহিন (১৯)। এ তথ্য নিশ্চিত করে গোদাগাড়ী সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ
সুপার আব্দুর রাজ্জাক খান জানান, আটককৃতরা কিশোর অপরাধ চক্রের সদস্য। এই চক্রটি বিভিন্ন অপরাধের সাথে যুক্ত। কিছুদিন আগেও একজনকে ছুরিকাঘাতের ঘটনা ঘটিয়েছে। পুলিশ বিষয়টি জানতে পেরে অধিক তদন্ত করে চক্রটিকে চিহ্নিত করে। এরপর বুধবার দিনভর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করে। বাকিদের আটকের চেষ্টা চলছে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
আর/এস