নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মহানগরীতে বিএসটিআই ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে চালের আড়ৎ ও কাপড়ের দোকানসহ বিভিন্ন প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। নগরীর বিভিন্ন এলাকায় ‘ওজন ও পরিমাপ মানদন্ড আইন-২০১৮ এর আওতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে অবৈধভাবে গজ ও কাঠি ব্যবহারের দায়ে মেসার্স লুৎফর রহমান কাপড়ের দোকান ৫ হাজার টাকা, ৫০ কেজি চালের বস্তায় ৭৫০ গ্রাম ওজনে কম প্রদান করায় মেসার্স
আবুল এন্টারপ্রাইজ, কুমারপাড়া, সাহেব বাজার ৫ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার জনাব সুমন চৌধুরী। সহযোগিতা করেন, বিএসটিআই রাজশাহীর মোন্নাফ হোসেন, সহকারী পরিচালক (মেট), রকিবুল হাসান রিপন, ফিল্ড অফিসার (সিএম), আবুল কায়েম,
পরিদর্শক (মেট) কামরুল পলাশ, পরিদর্শক(মেট)। এদিকে, অপর একটি ভ্রাম্যমাণ আদালতে জয়পুরহাট জেলা শহরে মেসার্স আরাফাত ফিলিং স্টেশন এর আন্ডার গ্রাউন্ড স্টোরেজ ট্যাংকের মেয়াদ উত্তীর্ণের চার্ট ব্যবহারের দায়ে ‘ওজন ও পরিমাপ মানদন্ড আইনে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
আর/এস