নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ড কাউন্সিলর পাভেলের বাড়িতে হামলার ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে। গত বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে নগরীর সিপাইপাড়া এলাকায় পাভেলের বাড়িতে হামলায় চালায় সিটি নির্বাচনে তার প্রতিদ্বদ্বী প্রার্থী জনি। এ ঘটনায় নগরীর রাজপাড়া থানায় ওয়ার্ড কাউন্সিলর পাভেল একটি লিখিত অভিযোগ করেছেন।ওয়ার্ড কাউন্সিলর পাভেল বলেন, গত জুলাইয়ে
অনুষ্ঠিত হওয়া সিটি নির্বাচনে ভোটে হেরে প্রতিহিংসার বশবর্তী হয়ে গভীর রাতে জনিসহ তার লোকজন বাড়িতে হামলা চালিয়েছে। এ ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে। তবে হামলার ঘটনায় বিস্তারিত কিছু জানা যায়নি। এ বিষয়ে রাজপাড়া থানার ওসি হাফিজুর রহমান বলেন, এ ধরণের একটি কথা শুনেছি। থানায় অভিযোগ করা হয়েছে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
খবর ২৪ঘণ্টা/এমকে