নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) এর রাজশাহী জেলা ও মহানগরের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে রাজশাহী মেডিকেল কলেজের ডা. কাইছার রহমান চৌধুরী মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র ও নগর আ’লীগের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন। মেয়র তার বক্তব্যে বলেন, রাজশাহীতে শিক্ষকদের জন্য আবাসিক এলাকা গড়ে তুলতে চাই। যাতে শিক্ষকরা সুলভ মূল্যে দীর্ঘমেয়াদী কিস্তিতে ফ্লাট নেওয়ার সুযোগ পাবেন।
সম্মেলনে বক্তারা বলেন, বর্তমানে সরকারের সক্ষমতা বেড়েছে। সরকার শিক্ষাসহ দেশের সবখাতে উন্নয়ন করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষাবান্ধব প্রধানমন্ত্রী। আমরা আশা করছি প্রধানমন্ত্রী শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ করবেন। বাকশিস রাজশাহীর সম্মেলন প্রস্তুতি কমিটির
চেয়ারম্যান অধ্যক্ষ শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ও উদ্বোধক ছিলেন বাকশিস এর সভাপতি অধ্যক্ষ আসাদুল হক, বিশেষ আলোচক ছিলেন বাকশিস সাধারণ সম্পাদক অধ্যক্ষ ফয়েজ আহমেদ। সঞ্চালনা করেন বাকশিস রাজশাহীর সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক অধ্যক্ষ রাজকুমার সরকার। সম্মেলনের দ্বিতীয় অধিবেশনের সভাপতিত্ব করেন, বাকশিস এর সভাপতি অধ্যক্ষ আসাদুল হক। দ্বিতীয় অধিবেশনে বঙ্গবন্ধু ডিগ্রি কলেজ অধ্যক্ষ নুরুল ইসলামকে মহানগর সভাপতি ও শাহ মখদুম কলেজ অধ্যক্ষ রেজাউল ইসলামকে সাধারণ সম্পাদক এবং জেলা সভাপতি অধ্যক্ষ শফিকুর রহমানকে সভাপতি এবং সাধারণ সম্পাদক অধ্যক্ষ রাজকুমার সরকারকে পুনরায় সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।
এস/আর