নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মহানগরীতে কাজের বুয়ার মেয়ে কর্তৃক বাড়ির মালিকের মেয়ে সিমরান নামের এক কলেজ ছাত্রীকে ছুরিকাঘাতের চেষ্টাকালে ঝর্ণা (২৫) নামের এক নারীকে আটক করেছে পুলিশ। আজ শনিবার দুপুরে নগরীর বোয়ালিয়া থানাধীন টিকাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। কলেজ ছাত্রীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই নারীকে আটক করে থানায় নিয়ে গেছে। এ ঘটনায় বাড়ির মালিকের পক্ষ থেকে থানায় অভিযোগ দেয়া হবে।
এ তথ্য নিশ্চিত করে নগরীর বোয়ালিয়া মডেল থানার ওসি তদন্ত আব্দুল লতিফ শাহ বলেন, ঝর্ণার মা কলেজ ছাত্রী সিমরানদের বাড়িতে কাজ করে। সে কাজের সূত্রেই টাকা ধার দিয়েছিল। না দেয়ায় ঝর্ণা বাড়ির মালিকের মেয়ে সিমরানকে বটি দিয়ে আঘাত করে ও ছুরিকাঘাতের চেষ্টা করে। বিষয়টি স্থানীয়রা জানতে পারলে তাকে আটক করে থানায় খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে তাকে আটক করা হয়েছে। এ ঘটনায় বাড়ির মালিকের পক্ষ থেকে থানায় অভিযোগ দেয়া হবে।
এস/আর