নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মহানগরীতে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় পুলিশের এসআই মোশারফ হোসেনের
মৃত্যু হয়েছে। আজ শুক্রবার রাত পৌনে এগারোটার দিকে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি নওগাঁ জেলা আরআরএফএ কর্মরত ছিলেন। তার বাড়ি রাজশাহী মহানগরীর রাজপাড়া থানা চন্ডিপুর এলাকায়। আজ বিকেল পাঁচটার দিকে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়ে মিশন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
এ তথ্য নিশ্চিত করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস বলেন, আজ পুলিশের ওই কর্মকর্তা রামেক হাসপাতালে ভর্তি হন। তাকে করোনা রোগীদের জন্য নির্ধারিত আইসোলেশন কেন্দ্র রাজশাহী খ্রীষ্টিয়ান মিশন হাসপাতালে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল। বিকেল পাঁচটায় তিনি ভর্তি হন। আর চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে এগারোটার দিকে তার মৃত্যু হয়। নওগাঁ জেলা পুলিশ সুপার খবর ২৪ ঘন্টাকে বলেন, পুলিশের এসআই মোশারফ করোনা আক্রান্ত ছিলেন। তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বলে শুনেছি। ওই এসআই নওগাঁ আরআরএফ এ কর্মরত ছিলেন।
এমকে