নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মহানগরীতে করোনার টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। আজ ৭ জানুয়ারি রোববার সকাল ১০ টা থেকে রাজশাহীর ১১টি কেন্দ্রে টিকাদান কার্যক্রম শুরু হয়। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সকাল ১০ টায় করোনার প্রথম টিকা নেন রাজশাহী সদর আসনের সাংসদ ফজলে হোসেন
বাদশা। এরপর পর্যায়ক্রমে টিকা নেন রাজশাহীর জেলা প্রশাসক আব্দুল জলিল, হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী, সিভিল সার্জন কাইয়ুম তালুকদারসহ হাসপাতালের চিকিৎসক, নার্সসহ সরকারের বিভিন্নস্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাকর্মচারীরা।
নগরীতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ও পুলিশ লাইন হাসপাতালসহ প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি করে টিকাদান কেন্দ্র রয়েছে। প্রতিটি কেন্দ্রেই টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। রাজশাহীতে প্রথম পর্যায়ে ১ লাখ ৮০ হাজার ডোজ করোনার ভ্যাকসিন পৌঁছেছে। এখন পর্যন্ত করোনার ভ্যাকসিন নিতে নিবন্ধন করেছেন সাড়ে ৭ হাজার মানুষ। তবে সাধারণ মানুষের টিকা নেয়ার খবরে পর্যন্ত পাওয়া যায়নি।
এস/আর