করোনা ভাইরাসের বিস্তার রোধে রাজশাহীতে চলমান লকডাউনের ওপর আরো কড়কড়ি আরোপ করা হয়েছে। আগামীকাল ৩ জুন থেকে রাজশাহীতে শপিংমলসহ অন্যান্য দোকানপাট বন্ধ থাকবে। দোকানপাট থেকে অনলাইনে পণ্য বিক্রি করা যাবে। এছাড়া সন্ধ্যা ৭টা থেকে সকাল ৮টা পর্যন্ত অতি জরুরি প্রয়োজন ব্যতীত বাড়ির বাইরে যাওয়া যাবে না। করোনা ব্যবস্থাপনা কমিটির সঙ্গে বৈঠক শেষে আজ বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে জেলা প্রশাসক আবদুল জলিল এ তথ্য জানিয়েছেন।
তিনি আরো জানান, বৃহস্পতিবার সকাল ৭টা থেকে পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত এ বিধিনিষেধ আরোপ থাকবে। তিনি আরও জানান, রাজশাহীতে নতুন করে ১০টি
বিধিনিষেধের কথা বলা হয়েছে। বিধিনিষেধ অনুযায়ী খাবারের দোকান, হোটেল-রেস্তোরাঁ খোলা থাকবে। তবে কোনো অবস্থাতেই হোটেলে বসে খাওয়া যাবে না। শপিংমলসহ অন্যান্য দোকানপাট বন্ধ থাকবে। তবে দোকানপাট থেকে অনলাইনে পণ্য বিক্রি করা যাবে। কোনো ক্রেতা সশরীরে দোকানে যেতে পারবেন না। কাঁচাবাজার ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত উন্মুক্ত স্থানে স্বাস্থ্যবিধি মেনে কেনাবেচা করা যাবে। অতি জরুরি প্রয়োজন ব্যতীত কোনোভাবেই বাড়ির বাইরে যাওয়া যাবে না। তবে টিকা কার্ড প্রদর্শন সাপেক্ষে টিকা কেন্দ্রে যাওয়া যাবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও জরুরি পরিসেবা, বেসরকারি নিরাপত্তা ব্যবস্থাসহ অন্যান্য জরুরি পণ্য ও সেবার সঙ্গে সম্পৃক্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানের যানবাহন এ নিষেধাজ্ঞার বাইরে থাকবে।
এস/আর