নিজস্ব প্রতিবেদক : করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় রাজশাহী জেলা পুলিশের এএসআই আবুল কালাম আজাদ (৩৫) এর মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুর পৌনে ১টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ইনসেনটিভ কেয়ার ইউনিট আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি বগুড়া জেলার শেরপুর উপজেলার বাসিন্দা ছিলেন। তিনি জেলা পুলিশের কোর্ট শাখায় কর্মরত ছিলেন। এ তথ্য নিশ্চিত করে রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ইফতে খায়ের আলম বলেন, করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় এএসআই আবুল কালাম
আজাদের মৃত্যু হয়েছে। আজ দুপুর পৌনে ১টার দিকে রামেক হাসপাতালে তার মৃত্যু হয়। তার লাশ কোয়ান্টাম ফাউন্ডেশনের মাধ্যমে দাফনের প্রস্তুতি চলছে। শেরপুরে গ্রামের বাড়িতে লাশের দাফন হবে।
এর আগে ২১ তারিখ তার নমুনা দেয়া হলে ২২ জুন পরীক্ষায় তিনি করোনা শনাক্ত হয়। শনাক্তের পর তাকে পুলিশ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। শ্বাসকষ্ট বেড়ে গেলে তাকে ২৪ জুন রামেক হাসপাতালে ভর্তি করা হয়। আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় বুধবার তার মৃত্যু হয়। তার মৃত্যুতে রাজশাহী জেলা পুলিশের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে।
এমকে