নিজস্ব প্রতিবেদক : রাজশাহী জেলায় করোনাভাইরাস কোভিড-১৯ আক্রান্ত আরো ২ জন সুস্থ হয়েছেন। এ পর্যন্ত মোট ১৩ জন সুস্থ হলেন। জেলায় এ পর্যন্ত ৫১ জন কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন। বর্তমানে আক্রান্তদের মধ্যের ৩৬ জন হোম ও ২ জন প্রাতিষ্ঠানিক আইসোলেশনে রয়েছেন। এ যাবত আইসোলেশনে থাকা অবস্থায় ২ জন মৃত্যুবরণ করেছেন। জেলায় এ পর্যন্ত ১,৯২২ জনকে হোম ও ১১ জনকে প্রাতিষ্ঠানিক
কোয়ারেন্টাইন করা হয়েছে। এখন পর্যন্ত ১,৮৪৭ জনকে কোয়ারেন্টাইন থেকে ছাড়পত্র প্রদান করা হয়েছে। এ যাবত জেলার ১,৯২৬ জন বিদেশ প্রত্যাগত ব্যক্তির ঠিকানা ও অবস্থান চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এমকে